আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1728

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 23 অক্টো. 2010

প্রশ্ন

মিসেস ক এর গত এক বছর ধরে প্রতি মাসে দুই দিন করে পিরিওড হচ্ছে। কখনো আড়াই দিন ও হয়েছে। আবার কখনো দুই দিন পর এক দিন বিরতি দিয়ে আরেক দিন হয়েছে। এক্ষেত্রে সালাত-সিয়াম এর বিধান কী? পিরিওড এর সর্বনিম্ন সময়সীমা তিন দিন। যাদের নিয়মিত তিন দিনের কম হয় তাদের বিধান কী?

উত্তর

পিরিয়ডের সর্বনিম্ন সময় নিয়ে ফকীহদের মাঝে মতভেদ আছে। ইমাম আহমাদ ও ইমাম শাফেয়ী রহি. বলেছেন ১দিন। ইমাম মালেক রহি. বলেছেন সর্বনিম্ন কোন সময়সীমা নেই। ইমাম আবু হানীফা রহ. বলেছেন, ৩ দিন। আপনি যদি আবু হানীফা রহি. এর মত মানেন তাহলে ৩ দিনের কম হলে সেটা পিরিয়ড তথা মাসিক হিসাবে গণ্য হবে না। নামায রোজা চালিয়ে যেতে হবে। তবে দুই দিন হয়ে বন্ধ হয়ে আবার হলে পুরো সময়টা মাসিক হিসাবে গণ্য হবে, কারণ এক্ষেত্রে মোট তিন দিন পার হয়ে যা্য়। আবু হানীফা রহ. এর মত মানার ভিতরেই অধিক সতর্কতা। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন, আল-ফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু ১/৫৪০।