আসসালামুয়ালাইকুম। আমার প্রশ্ন হচ্ছে— আমি কিছুদিন আগে সা্উদীআরাবিয়াতে আসছি। এখানে আসতে আমার প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। প্রায় ১লাখ টাকা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয়া। কিন্তু আমার কোন ইচ্ছা ছিলনা ঋণ নেয়ার কারন ব্যাংককে সূদ দিতে হবে। সূদ হারাম, আমি জানি। আমার বড় ভাই টাকা ম্যানেজ করতে না পারায় অবশেষে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয়া হয়। আমি বড় ভাইকে লোন নিতে নিষেধ করলে তিনি বলেন- জীবন বাচাতে শুকরের মাংস খাওয়াও জায়েজ। আল্লাহ মাফ করে দিবে। এখন আমি এখানে যে আয-উপার্জন করছি এই টাকা হালাল নাকি হারাম হবে?