আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1721

হালাল হারাম

প্রকাশকাল: 16 অক্টো. 2010

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমার প্রশ্ন হচ্ছে— আমি কিছুদিন আগে সা্উদীআরাবিয়াতে আসছি। এখানে আসতে আমার প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। প্রায় ১লাখ টাকা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয়া। কিন্তু আমার কোন ইচ্ছা ছিলনা ঋণ নেয়ার কারন ব্যাংককে সূদ দিতে হবে। সূদ হারাম, আমি জানি। আমার বড় ভাই টাকা ম্যানেজ করতে না পারায় অবশেষে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয়া হয়। আমি বড় ভাইকে লোন নিতে নিষেধ করলে তিনি বলেন- জীবন বাচাতে শুকরের মাংস খাওয়াও জায়েজ। আল্লাহ মাফ করে দিবে। এখন আমি এখানে যে আয-উপার্জন করছি এই টাকা হালাল নাকি হারাম হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এভাবে টাকা লোন নেয়া জায়েজ হয় নি। আপনাদের জান বাচানোর মত পরিস্থিতি সৃষ্টি হয় নি সুতরাং এমনটি না করার দরকার ছিল। দ্রুত ব্যাংকের টাকা শোধ করে দিন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তবে আপনার ইনকাম হারাম হবে না। আপনার উপার্জন হালাল।