আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1715

যাকাত

প্রকাশকাল: 10 অক্টো. 2010

প্রশ্ন

আস্সালামু আলাইকুম। জাকাত প্রদানের ক্ষেত্রে একটি বিষয়ে আমি দুই রকম ফতোয়া পেয়েছি। জানি না কোনটা সঠিক। ১। নেসাবের স্থায়ীত্ব কাল এক বছর পূর্ণ হলে জাকাত ফরজ হবে । এক বছর না হলে আদায় করা ফরজ নয়। ২। অন্যটা হচ্ছে রমজান মাসে শেষে একটি নির্দিষ্ট সময় সমূদয় যে নেসাব হবে তার উপর ফরজ। এমনকি নির্ধারিত দিনটির একদিন আগে অর্জিত হলেও আদায় করতে হবে। দয়া করে দ্রুত সমাধান দিবেন। আস্সালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রথমটি সঠিক। মাস বিবেচ্য নয়। বরং নিসাবের মালিক হওয়ার এক বছর পর যাকাত ফরজ। যে মাসেই মালিক হবেন পরের বছর ঐমাসে যাকাত দিতে হবে। তবে যাকাত দেয়ার সময় যত সম্পদ আছে সবকিছু হিসাব করে যাকাত দিবেন। যাকাত দেয়ার সময় নেসাবের মালিক হওয়ার সময়কার সম্পদ বিবেচ্য নয় বরং যখন যাকাত দিবেন তখন কত টাকা আছে সেটা বিবেচ্য। প্রয়োজনে 01734717299