শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছিলেন, যে সমস্ত খেলাধুলাইয় শরীর চর্চা হয়না মানে শুধু বসে বসে সময় নষ্ট করে আনন্দ নেয়া হয় সেসকল খেলাধুলা হারাম যেমন মোবাইল এ গেমস… এগুলা হারাম!! আমি একজন কম্পিউটার সায়েন্স এর ছাত্র… আমার গেমস খেলতে ভালো লাগে এবং বানাতেও চাই… কিন্তু যদি এই গেমস ই হারাম হয় তাহলে গেমস বানিয়ে আমার উপার্জনও হারাম হবে… আমি আমার উপার্জন হারাম পথে করতে চাইনা…পাশাপাশি আমার শিক্ষক হবার ইচ্ছা আছে…তবে কম্পিউটার সাইয়েন্সের অনেক ফিল্ড…যেকোনো দিকে আমার ভালো লাগতে পারে…যেমন ফটোশপ…ফটো এডিট করা…কিন্তু ইসলামে ছবি তুলাই হারাম যাদের জীবন আছে… তাই এ বিষয়ে পূর্ণ ধারণা জানতে চাচ্ছি…