আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1710

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 5 অক্টো. 2010

প্রশ্ন

আমি পশ্রাব করার পর কুলুপ ব্যবহার করি। তারপর কিছুক্ষণ পর অজু করি, অজু শেষএ দাঁড়ানোর পর দুই থেকে তিন ফুটো পশ্রাব বের হয়, তারপর সম্ভাব্য জায়গায় পানি দিয়ে, আবার অজু করি এবং নামায পরি, আমার অজু ও নামাজ হয়েছে কি?

উত্তর

জ্বী, আপনার ওযু ও নামায হয়ে গেছে। এমন হলে যেখানে পেশার লাগার সম্ভাবনা সেই জায়গাটুকু ভাল করে ধুয়ে নিবেন।