আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1700

নামায

প্রকাশকাল: 25 সেপ্টে. 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি আপনাদের এখানে থেকে জানতে পারলাম যে, পুরুষ আর মহিলাদের নামাযের তেমন কোনো পার্থক্য নেই। পুরুষ আর মহিলাদের নামাযের মধ্যে যদি তেমন কোনো পার্থক্য না থাকে তাহলে আমাদের সমাজের বেশিরভাগ মহিলাদের নামায ত্রুটিপূর্ণ (এমনকি আমাদের পরিবারসহ)। এখন আমার প্রশ্ন হল স্যারের বা আপনাদের কাছে এমন কোনো বই আছে যাতে মহিলাদের নামাযের পুর্নাজ্ঞ বিবরণ দলীলসহ আছে। অথবা আপনি একটু বিস্তারিত বললে ভাল হয়। পুরুষ আর মহিলাদের নামাযের পার্থক্য কতটুকু হতে পারে হাদিস অনুযায়ী? কারন আমরা যদি এখন নামায সহি করতে বলি তাহলে কিছু দলিল দেখাতে বলবে বা দেখানো উচিৎ। আশা করি আমার প্রশ্ন বুঝতে পারছেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালা্ম। আপনি বুঝতে ভুল করেছেন। পুরুষ ও মহিলার নামাযের মধ্যে তেমন কোন পার্থক্য নেই, এই কথার অর্থ এই নয় যে, আমাদের সমাজের মহিলাদের নামায ত্রুটি পূর্ণ। বরং আমাদের সমাজের মহিলারা সহীহ পদ্ধতিতেই নামায পড়েন। তেমন কোন পার্থক্য নেই, তার অর্থ হলো, তাকবীর, সূরা-কেরাত, তাসবীহ- দুআ সবকিছুতেই মহিলা পুরুষ এক রকম তবে রুকু ও সাজদাতে তারা একটু জড়সড় হবে যা গ্রহনযোগ্য হাদীসে থেকে পাওয়া যায়। তবে পুরুষের মত নামায আদায় করলেও আদায় হয়ে যাবে। ইমাম বুখারী রহ. একজন তাবেয়ীর কথা এভাবে বলেছেন, وكانت أم الدرداء تجلس في صلاتها جلسة الرجل وكانت فقيهة. অর্থ: উম্মে দারদা নামাযের মধ্যে পুরুষের মত বসতেন। তিনি ফকীহ ছিলেন। সহীহ বুখারী, ৮২৭ নং হাদীসের পূর্বে। দেখুন যদি একই রকম হতো তাহলে এভাবে বলা যেত না যে, তিনি পুরুষের মত বসতেন। এভাবে বলা হয়েছে কারণ, অন্য মহিলারা পুরুষের মত বসতেন না, তবে উম্মে দারদা বসতেন। দলীলসহ বিস্তারিত জানতে আমাদের দেয়া 0028 নং প্রশ্নের উত্তর দেখুন।