আসসালামু আলাইকুম, আমি আপনাদের এখানে থেকে জানতে পারলাম যে, পুরুষ আর মহিলাদের নামাযের তেমন কোনো পার্থক্য নেই। পুরুষ আর মহিলাদের নামাযের মধ্যে যদি তেমন কোনো পার্থক্য না থাকে তাহলে আমাদের সমাজের বেশিরভাগ মহিলাদের নামায ত্রুটিপূর্ণ (এমনকি আমাদের পরিবারসহ)। এখন আমার প্রশ্ন হল স্যারের বা আপনাদের কাছে এমন কোনো বই আছে যাতে মহিলাদের নামাযের পুর্নাজ্ঞ বিবরণ দলীলসহ আছে। অথবা আপনি একটু বিস্তারিত বললে ভাল হয়। পুরুষ আর মহিলাদের নামাযের পার্থক্য কতটুকু হতে পারে হাদিস অনুযায়ী? কারন আমরা যদি এখন নামায সহি করতে বলি তাহলে কিছু দলিল দেখাতে বলবে বা দেখানো উচিৎ। আশা করি আমার প্রশ্ন বুঝতে পারছেন।