আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1699

বিবিধ

প্রকাশকাল: 24 সেপ্টে. 2010

প্রশ্ন

হাতের নখ কাটলে কি, গোসল ফরয হয়? চুল কাটলে হকুম কি? এই র্মমে কোন সহীহ হাদিস আছে কি?

উত্তর

নখ বা চুল কাটলে গোসল, ওযু বা তায়াম্মুম কোন কিছু ফরজ হয় না। বরং নখ ও চুল নিয়মিত কাটা সওয়াবের কাজ। পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে ইসলাম সব সময় উৎসাহিত করে।