আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1697

যাকাত

প্রকাশকাল: 22 সেপ্টে. 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম। প্রশ্নঃ বাড়তে থাকা টাকা কি বছরন্তে যাকাতের হিসাব হবে? ধরুন, আমার কাছে ২ লক্ষ টাকা ব্যাংক এ ১ বছর যাবত জমা আছে। এখন প্রতি মাসে আমি ৫ হাজার টাকা করে জমিয়েছি এখন বছর শেষে ৬০ হাজার জমা হয়েছে। এখন কি আমাকে শুধু ২ লক্ষ টাকার যাকাত দিতে হবে নাকি ২ লক্ষ ৬০ হাজার টাকার যাকাত দিতে হবে? এবং আপনাদের মাদ্রাসা যদি যাকাত সংগ্রহ করে থাকে তবে দয়া করে আমাকে আপনাদের যাকাত পাঠানোর একাউন্ট নাম্বার গুলো দিবেন। জাযাকাল্লাহ, সাদিক

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে ২লক্ষ ৬০ হাজার টাকার যাকাত দিতে হবে। যাকাত দেয়ার সময় যত টাকা আছে তার হিসাব করে যাকাত দিতে হবে। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠান যাকাত সংগ্রহ করে থাকে। আস-সুন্নাহ ট্রাস্টের কর্মকান্ড দাতাগণের সাহায্য ও অনুদানের মাধ্যমে পরিচালিত হয়। ব্যাংকের মা্ধমে অনুদান গ্রহণ করা হয়। ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ লিমিটেডের ঝিনাইদহ শাখায় আস-সুন্নাহ ট্রাস্টের তিনটি একাউন্ট রয়েছে: 1. AS SUNNAH TRUST MSA(Regular) Account No. 20501750201900314 Jhenaidah, Br. Jhenaidah, Banngladesh. 2. AS SUNNAH TRUST ZAKAT MSA(Regular) Account No. 20501750201937002 Jhenaidah, Br. Jhenaidah, Banngladesh. 3. As Sunnah Trust Publication MSA Account No. 20501750202520414 Jhenaidah, Br. Jhenaidah, Banngladesh. দুই নম্বরটি যাকাতের টাকা পাঠানোর একাউন্ট।