আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1690

বিবিধ

প্রকাশকাল: 15 সেপ্টে. 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম: ঈসায়ী ক্যালেন্ডার অনুযায়ী দিন বা তারিখ শুরু হয় রাত ১২:০০ টার পর। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী দিন বা তারিখ কখন থেকে শুরু হয়। যেমন: শুক্র বার কখন কোন সময় থেকে শুরু হবে এবং শেষ হবে বা ২১ রমজান কখন থেকে কখন পর্যন্ত?

উত্তর

ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী দিন শুরু হয় সূর্যাস্তোর পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। ২১ রমজান শুর হয় ২০রোজার ইফতার থেকে।