আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 169

হাদীস

প্রকাশকাল: 17 জুলাই 2006

প্রশ্ন

দারিয়ে প্রসাব কি জায়েয আছে? ১টা হাদিস নাকি আছে যে নবী এমন করেছিলেন? আর কেও বলতেছে যে তিরমিযি তে নাকি হাদিস আছে যেখানে নিষেধ করছেন,এখন সহি আসলে কি একটু জানাবেন নবী নাকি যখন করছিলেন সেটা নাকি উনার কমর ব্যাথা ছিল দেখে করছিলেন? এই বিষয় এর হাদিস গুলা একটু জানাবেন

উত্তর

বিভিন্ন হাদীসের আলোকে স্পষ্ট যে, রাসূল সা. এর সাধারণ অভ্যাস ছিল বসে প্রস্রাব করা। একটি ঘটনা পাওয়া যায় যে, তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। সুতরাং সুন্নাত এবং স্বাভাবিক নিয়ম হলো, বসে প্রসাব করা । তবে দাঁড়িয়ে প্রসাব করা না জায়েজ নয়।