আসসালামু আলাইকুম। ১। ৪ রাকাত বিশিষ্ট সুন্নাত নামায কি ২ রাকাত ২ রাকাত করে পড়া উত্তম না এক সাথে ৪ রাকাত পড়ায় উত্তম?
২। যখন মসজিদে যাই তখন তাহিয়াতুল মসজিদের এর ২ রাকাত সুন্নাত পড়তে হয়। আমার প্রশ্ন হলো ফরয নামাযের আগে যে সুন্নাত গুলো আছে ঐগুলো পড়লে কি তাহিয়াতুল মসজিদের নামায হয়ে যাবে কি? যেমন ফজর, যোহর (৪ রাকাত)? না তাহিয়াতুল মসজিদের নামায আলাদা ভাবে আগে পড়তে হবে তারপর অন্য সুন্নাত পড়তে হবে?
আশা করি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন।