আমাদের জমিগুলা বর্গা দিয়ে দিই….ওরা আমাদের তিন ভাগের এক ভাগ ধান দেয়, আমরা প্রায় ৩০০ মণ ধান পাই যা দিয়ে আমাদের ১ বছর চলে, মাঝে মাঝে ধান বিক্রি করি টাকার প্রয়োজনে। এখন প্রশ্ন আমাদের কি জাকাত দিতে হবে? দিলে কিভাবে দিবো?
উত্তর
ফসলের জাকাত হলো ফসল যদি বৃষ্টির পানিতে হয় তাহলে ১০ ভাগের একভাগ দিতে হয় আর যদি কৃত্রিম পানিতে হয় তাহলে ২০ ভাগের একভাগ দিতে হয়। অবশ্য যদি ২৫ মন পরিমান হয় তাহলে যাকাত দিতে হবে। বিস্তারিত জানতে দেখুন, শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি. রচিত বাংলাদেশে উশর বা ফসলের যাকাত বইটি।