আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1666

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 আগস্ট 2010

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহী ওয়া বারকাতুহু । ভাই আমার খুব জানতে ইচ্ছে করে,ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ স্যার,উনে কি ভাবে নামাজ আদায় করতেন। বুকের উপর হাত বেধে নাকি নাভির নিচে হাত বেধে। আমি জানি দুই ভাবেই নামাজ পরা যায়,কিন্তু স্যার কি ভাবে পতেন? স্যারের আত্মার শান্তি কামনা করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই ধরণের প্রশ্ন করবেন না। তবে এতটুকু বলে রাখি স্যার সাধারনত হানাফী মাজহাব অনুসরণ করতেবন।