আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1658

নামায

প্রকাশকাল: 14 আগস্ট 2010

প্রশ্ন

হালত- আমার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভায়। থাকি ময়মনসিংহে। বাড়িতে যাওয়ার সময় ময়মনসিংহ থেকে গাজীপুর চৌরাস্তা যাই,যার দূরত্ব ৮৮ কিমি। গাজীপুর চৌরাস্তা থেকে কালিয়াকৈর পৌরসভার সীমানা শুরু হতে আরও ১৫ কিমি। ১) বাড়িতে যাওয়ার সময় যদি গাজীপুর চৌরাস্তায় ১২টা ৩০ মিনিটের দিকে পৌছাই,তাহলে জোহরের নামাজের জন্য কি জামাতের অপেক্খা করব না একাকী পড়ে কালিয়াকৈর রওয়ানা হব?
২) যদি একাকী নামায পড়ি তাহলে পুরা নামায পড়তে হবে নাকি কসর হিসেবে ২ রাকাত আদায় করলেই হয়ে যাবে?
৩) নাকি বাসায় গিয়ে পুরো নামায পড়তে হবে?
উল্লেখ্য,গাজীপুর চৌরাস্তায় বাস পরিবর্তন করতে হয়। চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দূরত্ব ১৫ কিমি হলেও জ্যামের কারণে মাঝেমাঝে ২ ঘন্টাও লেগে যায়। হালত-২
যদি জোহরের নামায জামাতের সাথে ময়মনসিংহ থেকে আদায় করার সময় সাথে আসরও একাকী পড়ে রওয়ানা হই,যাতে রাস্তায় গাড়ির সমস্যায় না পড়তে হয়-জায়েয হবে কিনা?

উত্তর

১। আপনি তিনটিই করতে পারেন। নামায সব সময় জামাতে পড়াই উত্তম, তবে সফর হিসাবে আপনি একা একা পড়তে পারেন। একা একা পড়লে কসর করবেন অর্থাৎ দুই রাকআত পড়বেন।যদি জোহরের নামাযের সময় থাকতে থাকেত বাসায় চলে আসেন এবং নামায পড়েন তাহলে পুরো পড়তে হবে। ২। আসরের সময় সন্ধা পর্যন্ত থাকে তাই আপনি গাজীপুরে এসেই আসর পড়বেন। এভাবে দুই নামায একত্রে পড়লে নামায সহীহ হবে কি না তা নিয়ে আলেমদের মাঝে মতভিন্নত্ আছে। সুতরাং এটা ত্যাগ করায় শ্রেয়।