আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1646

বিবিধ

প্রকাশকাল: 2 আগস্ট 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম…। ১। পৃথিবী কোন সময়ে (মানে- সকাল, বিকাল, রাত) ধংস হবে? আমি অনেক আগে শুনছিলাম আছরের সময় নাকি ধংস হবে। । এটা কি সঠিক? যদি সঠিক হয়, তাহলে সারা পৃথিবীতে তো এক সঙ্গে দিন হয় না… তাহলে এটা কিভাবে সম্ভব?
২। সাধারণ মানুষের জন্য তাকলিদ করা কি জরুরী? এবং কেন?
৩। একজন সাধারণ (মূর্খ) অমুসলিমের কিয়ামতের দিন কিভাবে বিচার করা হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে প্রশ্নগুলো ঈমান ও আমল সম্পর্কীত সেই সব প্রশ্ন করবেন।সাধারণ মানুষ যারা ধর্মের বিষয়াদী জানে না তাদেরকে অবশ্যই কোন আলেম থেকে বিষয়গুলো জেনে নিতে হবে। কারণ সে তো আর কুরআন হাদীস জানে না। এই অর্থে সকল অজানা মানুষকে তাকলীদ করতে হেব। ৩। আল্লাহর বিষয় আল্লাহর উপর ছেড়ে দিন।