আসসালামু আলাইকুম…। ১। পৃথিবী কোন সময়ে (মানে- সকাল, বিকাল, রাত) ধংস হবে? আমি অনেক আগে শুনছিলাম আছরের সময় নাকি ধংস হবে। । এটা কি সঠিক? যদি সঠিক হয়, তাহলে সারা পৃথিবীতে তো এক সঙ্গে দিন হয় না… তাহলে এটা কিভাবে সম্ভব?
২। সাধারণ মানুষের জন্য তাকলিদ করা কি জরুরী? এবং কেন?
৩। একজন সাধারণ (মূর্খ) অমুসলিমের কিয়ামতের দিন কিভাবে বিচার করা হবে?