আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1642

কুরআন

প্রকাশকাল: 29 জুলাই 2010

প্রশ্ন

সূরা বাকারা, আয়াত ৩৮ আল্লাহ্ বলেনঃ আমি হুকুম করলাম, তোমরা সবাই নীচে নেমে যাও…। আমার প্রশ্ন হচ্ছে এখানে সবাই বলতে কি শুধু আদম আঃ ও মা হাওয়া বুঝানো হয়েছে? আমরা সাধারণত সবাই বলতে ২ এর অধিক বুঝি। কোরআনে এমন কোন আয়াত বা হাদিস আছে যে সেখানে বলা হয়েছে বেহেস্তে শুধু আদম আঃ ও মা হাওয়া ছিল, বেহেস্তে ওনাদের কোন সন্তান ছিল না, দুনিয়াতে আসার পর সন্তান জন্ম হলো?

উত্তর

সবাই বলেতে আদম ও হাওয়া আ. উদ্দেশ্য।পূর্ববর্তী দুটি আয়াত থেকে স্পষ্ট যে, সেখানে তাদের সন্তান ছিল না। বরং তার দুজনই ছিলেন আর শয়তান তাদেরকে ধোকা দিলেন ফলে আল্লাহ তাদেরকে সেখান থেকে বের করে দিলেন। আরবীতে দুজনের বা একজনের ক্ষেত্রেও বহু বচবচনের সর্বনাম ব্যবহার হয়।