সূরা বাকারা, আয়াত ৩৮ আল্লাহ্ বলেনঃ আমি হুকুম করলাম, তোমরা সবাই নীচে নেমে যাও…। আমার প্রশ্ন হচ্ছে এখানে সবাই বলতে কি শুধু আদম আঃ ও মা হাওয়া বুঝানো হয়েছে? আমরা সাধারণত সবাই বলতে ২ এর অধিক বুঝি। কোরআনে এমন কোন আয়াত বা হাদিস আছে যে সেখানে বলা হয়েছে বেহেস্তে শুধু আদম আঃ ও মা হাওয়া ছিল, বেহেস্তে ওনাদের কোন সন্তান ছিল না, দুনিয়াতে আসার পর সন্তান জন্ম হলো?