আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1635

রোজা

প্রকাশকাল: 22 জুলাই 2010

প্রশ্ন

আগামী মে মাসে অফিসিয়াল কাজে ১৫দিন স্কটল্যান্ড ও ৭ দিন ইংল্যান্ডে থাকতে হবে। এমতাবস্থায় রোজার হুকুম কি? রাখতেই হবে নাকি শিথিলতা রয়েছে।

উত্তর

স্কটল্যান্ডের একাধিক শহরে যদি ১৫ দিন থাকেন তাহলে ঐসময় রোজা না রেখে পরে রাখলেও হবে আর ইংল্যান্ডেও রোজা না রেখে পরে রাখা যাবে। উল্লেখ্য সফর অবস্থায় রোজা না রেখে পরে রাখা যায়। শরয়ী দৃষ্টিতে সফর হলো বাড়ি থেকে ৮০ কি. মি দূরে ১৫ দিনের কম থাকার নিয়ত করা। ১৫ দিন বা তার চেয়ে বেশী সময় থাকার নিয়ত করলে সে মুসাফির হবে না। তবে একাধিক শহরে ১৫ দিন থাকলে মুসাফির হিসাবে গণ্য হবে।