আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন যাকাতের ক্ষেত্রে নিসাবের পরিমাণ হিসেবে কি স্বর্ণের মূল্য বিবেচ্য হবে না রুপার মূল্য? আমি বিভিন্ন আলেমদের আলচনায় এটা বুঝেছি যে নিসাব ধরতে হবে সর্বনিম্ন মুল্যের সম্পদের মূল্য হিসেবে। সে অর্থে রুপার মূল্য ধরতে হয়। আমি যখন আমার পরিবার পরিজনের নিকট এই কথা বলি তারা আমার সাথে একমত পোষণ করেন না। তাদের কথা স্বর্ণের হিসেব স্বর্ণের আরা রুপার হিসেব রুপার। আমার কাছে তাদের কে বলার মত কোন হাদিস বা ইজমা/কিয়াস বা অন্য কোন দলিল নেই। এ ব্যাপারে আপনাদের সাহায্য কামনা করছি। প্রশ্ন সঠিক ভাবে বুঝাতে আমি কয়েকটি উদাহরণ দিচ্রবেন। আমি আশা রাখছি আস সুন্নাহ ট্রাস্ট আমাকে এই উদাহরণের ভিত্তিতে উত্তর জানাবেন এবং উপযুক্ত দলিলাদি দিয়ে সাহায্য করবেন। উদাহরণ ১ঃ এক ব্যাক্তির নিকট ৫ ভরি স্বর্ণ ও ৫ ভরি রুপা আছে যা ১ বছর অতিবাহিত হয়েছে। তাহলে কি তার উপর যাকাত ফরয হবে?
এখানে আমি বুঝেছি যাকাত দিতে হবে। যেহেতু ৫ ভরি স্বর্ণের মূল্য সাড়ে ৫২ ভরি রুপার দামের সমান বা তার বেশি। তাই স্বর্ণ ও রুপা মিলিয়ে যা দাম আসবে তার ২.৫% যাকাত দিতে হবে। আমি কি সঠিক বুঝেছি?
উদাহরণ ২ঃ কারো নিকট ১০০০০০ (এক লক্ষ) আছে যা ১ বছর অতিবাহিত হয়েছে। তাহলে কি তার উপর যাকাত ফরয হবে?
এক্ষেত্রে আমি বুঝেছি তাকে যাকাত দিতে হবে। কেননা ১ লক্ষ টাকা ৫২.৫ ভরি রুপার দামের চেয়ে বেশি। যদিও ১ লক্ষ টাকায় ৭.৫ ভরি স্বর্ণ পাওয়া যাবেনা কিন্তু নিসাবের সর্বনিন্ম দাম রুপার হিসেবে করলে যাকাত দেওয়া আবশ্যক। উদাহরণ ৩ঃ কারো নিকট শুধু ৩ ভরি স্বর্ণ আছে যা তিনি নিত্য ব্যাবহার করেন। তার কি যাকাত দিতে হবে? আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।