আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1618

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 জুলাই 2010

প্রশ্ন

ইসলাম বিবাহ বহির্ভূত প্রেম সমর্থন করে না । এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই

উত্তর

প্রেম হলো ব্যাভিচারে লিপ্ত হওয়র সূচনা। আর আল্লাহ তায়ালা কুরআনে ব্যাভিচারের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। হাদীসে রাসূলুল্লাহ সা. তাকানোকে চোখের জিনা, ধরাকে হাতের জিনা বলেছেন। প্রেমের কারণে মানুষ ব্যাভিচারে লিপ্ত হয়ে অনেক সময় হারাম বাচ্চা জন্ম দিয়ে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্চে। অনেক সময় সেই ছোট শিশুকে নর্দামা, ডাস্টবিনে ফেলে দিয়ে অমানবিক কাজের পাশাপাশি সমাজের স্বাভাবিক অবস্থাকে বিনষ্ট করছে। অনেক সময় প্রেম করে বিয়ে হয় আর এই সংসার অধিকাংশ ক্ষেত্রেই অশান্তির হয়। অনেক সময় তো বিচ্ছেদো হয়ে যায়। তাই প্রত্যেকের উচিত বিবাহ-বহির্ভূত এই নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকা।