আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1615

হালাল হারাম

প্রকাশকাল: 2 জুলাই 2010

প্রশ্ন

TMSS (সুদী ক্ষুদ্র ঋনদানকারী প্রতিষ্ঠান) কতৃক প্রতিষ্ঠিত TMSS medical college এ “পরিসংখ্যান কর্মকর্তা” পদে চাকুরি কি জায়েজ হবে অর্থাৎ বেতন কি হালাল হবে? 

উত্তর

উক্ত মেডিকেল কলেজে আপনার কাজ যদি হালাল হয় তাহলে চাকুরী জায়েজ হবে, বেতন হালাল হবে। কারণ এই প্রতিষ্ঠানের অর্থাৎ মেডেকেল কলেজের আয়ের অংশ থেকে আপনি বেতন পাবেন, আর এই আয় হালাল।