আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1612

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 জুন 2010

প্রশ্ন

Assalamualikum. Ami hsc pass korechi kichudin hoyeche. Ami ekhn higher study’s er jnno bideshe porte jete chai. Ekhn islami shariat bideshe porte jawar khetre ki bole ta jante chacchilam.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিদেশে পড়াশোনা করতে যেতে বাধা নেই। তবে এমন দেশে বা এমন পরিবেশে যাবেন না যেখানে শরীয়তের আবশ্যিক হুকুমগুলো পালন করতে বাধার সৃষ্টি হয়। ফরজ সালাতগুলো জামাতের সাধে পড়ার সুযোগ থাকে, হারাম বিষয় থেকে বেচেঁ থাকার যথেষ্ট সুযোগ থাকে, চোখের গুনাহ নিয়ন্ত্রনের ভিতরে থাকে এমন প্রতিষ্ঠানে পড়তে যেতে পারেন। অমুসলিম দেশে গেলে অনেক সময় ইমান-আমলে মারাত্মক সমস্যা হয়। তই অমুসলিম দেশেগুলো পরিত্যাগ করা উত্তম।