আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 161

রোজা

প্রকাশকাল: 9 জুলাই 2006

প্রশ্ন

বাংলাদেশে আমরা আরাফার দিনের সিয়াম কত তারিখে রাখব? সাউদিতে যেদিন হাজী সাহেব্ রা আরাফাতে অবস্থান করেন সেই দিন না বাংলাদেসের ৯ জিলহাজ্জ। কেননা চাদের হিসাবে সৌদি তে যেদিন আরাফা সেদিন বাংলাদেশ এ ৮ তারিখ হয় (সাধারনত)। আবার বাংলাদেশে ৯ জিলহাজ্জ তারিখে তো হাজী সাহেব্ রা আরাফাতে থাকেন না। এমাতবস্থায় আমরা বাংলাদেসের হিসাবে না সাউদির হিসাবে সিয়াম রাখব?

উত্তর

অধিকাংশ আলেমের নিকট স্থানীয় তারিখ অনুযায়ী ৯ জিলহজ্জ রোজা রাখবে। তবে কেউ কেউ বলেছেন, হাজীরা যেদিন আরাফায় থাকবে সেদিন রোজা রাখবে।