আসসালামুআলাইকুম, শায়েখ আশা করি ভাল আছেন। আমি কুরআনের অনুবাদ পড়ার সময় সূরা নুরের এই ৩২ নং আয়াতটা বুঝতে পারি নাই। এখানে সৎকর্মপরায়নদের কথা উল্লেখ করে বলা হয় যে তাদের বিয়ে দিতে তাহলে কি আসৎরা কি বিয়ে করতে পারবে না? বিষয়টা বুঝিয়ে বলবেন প্লিজ… আমার জন্য দোআ করবেন…
তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (সূরা নুর ৩২)