আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1601

রোজা

প্রকাশকাল: 18 জুন 2010

প্রশ্ন

আসসালামুলাইকুম ওয়া রহমাতুল্লাহ, যদি কোন স্বামী কোন রোজাদারকে বাসায় এনে ইফতার করায় তাহলে সে ঐ রোজাদারের পুর্ন সোয়াব পাবে। এক্ষেত্রে তার স্ত্রীও কি ঐ রোজাদারের সোয়াব পাবে নাকি শুধু স্বামী পাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে ইফতার করাবে সে সওয়াব পাবে। স্ত্রী যদি ইফতারের কাজে সহায়তা করে সেও সওয়াব পাবে। আল্লাহ কাছে সওয়াবের অভাব নেই। আমাদের একটু ভাল কাজের ইচ্ছাই আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাওয়ার জন্য যথেষ্ট।