ওয়া আলাইকুমুস সালাম। একটি যয়ীফ হাদীছে কমপক্ষে তিনবার পড়ার কথা বলা হয়েছে। হাদীসটি হলো রাসূল সাঃ বলেন: إِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيَقُلْ ثَلاَثَ مَرَّاتٍ سُبْحَانَ رَبِّىَ الْعَظِيمِ وَذَلِكَ أَدْنَاهُ وَإِذَا سَجَدَ فَلْيَقُلْ سُبْحَانَ رَبِّىَ الأَعْلَى ثَلاَثًا وَذَلِكَ أَدْنَاهُ
অর্থঃ যখন তোমাদের কেউ রুকু করবে তখন সে যেন তিনবার সুবহানা রাব্বীয়াল আযীম বলে। আর এটা হল সর্বনিম্ম পরিমান। আর যখন সেজদা করে তখন সে যেন তিনবার বলে সুবহানা রাব্বীয়াল আলা। আর এটা হল সর্বনিম্ম পরিমান। সুনানে আবু দাউদ,হাদীস নং ৮৮৬। এর বাইরে সংখ্যা ব্যাপারে কোন সহীহ বা যয়ীফ হাদীস আমাদের জানা নেই। সুতরাং আপনি জোড়- বেজোড় যে কোন সংখ্যক তাসবীহ পড়তে পারেন।