আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1588

জিহাদ

প্রকাশকাল: 5 জুন 2010

প্রশ্ন

আমাদের দেশের সরকারের কোন আন ইসলামিক কাজের বিরুদ্ধে সংগ্রাম করা কি জিহাদ হবে? বা দেশে ইসলামিক সরকার গঠনে সহায়তা করা কি জিহাদ হবে?আমাদের সাধারন মানুষের জন্য এই যুগে সরকারের আন ইসলামিক কাজের বিরুদ্ধে সংগ্রাম করা (কোন ইসলামিক দলের সাথে যুক্ত হয়ে) কি ফরয?বিস্তারিত জানতে চাই।

উত্তর

সংগ্রাম বলতে আপনি যদি সসশ্ত্র যুদ্ধ বুঝান তাহলে তা এক্ষেত্রে নিষেধ। আর যদি চেষ্টা -প্রচেষ্টা বুঝান তাহলে এগুলো শাব্দিক অর্থে জিহাদ। পারিভাষিক অর্থে নয়। পারিভাষিক অর্থে জিহাদ হলো রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে সসশ্ত্র সংগ্রাম করা। ইসলামী দল বা ইসলামী রাজনীতি দীনি দাওয়াতের একটি অংশ। ফরজ নয় । বর্তমানে সমাজে যারা ইসলামী মূল্যবোধের প্রসার ও প্রতিষ্ঠা চান না, তারা রাজনীতিকে ব্যবহার করে ইসলামী মূল্যবোধের বিকাশ রোধ করেন। এ কারণে ইসলামের বিরুদ্ধে সকল প্রচেষ্টার মুকাবিলা করা আমাদের নৈতিক দায়িত্ব। বিস্তারিত জানতে দেখুন, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত এহইয়াউস সুনান বইয়ের ৪৬৬ পৃষ্ঠ থেকে ৪৭৭ পৃষ্ঠা।