আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1584

নামায

প্রকাশকাল: 1 জুন 2010

প্রশ্ন

আমাদের দেশে যে অনেকে বলে অমুক তরিকায় নামাজ আর তমুক তরিকায় নামায…আসলেও কি নামাযের আলাদা আলাদা কোন তরিকা আছে?আমাদের কে বুঝি তরিকা মেনে চলতে হয়..এই তরিকা বলতে আসলেও কি কুর আন ও হাদিসে কিছু আছে?

উত্তর

নামাযের কিছু কিছু বিষয়ে একাধিক পদ্ধতি সহীহ হাদীস দ্বারা প্রমানিত। পূর্ববর্তী মুজতাহিদ আলেমগণের কেউ কেউ একটিকে উত্তম বলেছেন আবার আরেক জন আরেকটিকে উত্তম বলেছেন। যেমন. রাফয়ে ইয়াদাইন করা বা না করা। উভয়টিই সহীহ হাদীস দ্বারা প্রমানিত। ইমাম আবু হানীফা রহ. না করাকে উত্তম বলেছেন। ইমাম শাফেই রহ.সহ অনেকেই করাকে উত্তম বলেছেন। এইগুলো আমাদের দেশের স্বল্পশিক্ষিত মানুষেরা অনেক সময় হয়তো তরীকা বলেন। আমি শুনিনি তবে এমন বলতে পারেন যে, আবু হানীফার তরীকা এমন আর শাাফেয়ীর তরীকা এমন।এখানে বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছেন। প্রয়োজনে 01734717299