আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1582

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 মে 2010

প্রশ্ন

আসছালামু আঁলাইকুম। এক লোকের জামাতা হঠাৎ মারা যায়। মৃত্যু ব্যক্তি একটি সংস্থায় কর্মরত ছিলেন। মৃত্যু ব্যক্তির সন্তান তথা পরিবারের ভরন পোষনের জন্য সংস্থা থেকেকিছুটাকার সঞ্চয় পত্র কিনে পোস্ট অফিসে রেখে দেন। ঐ টাকা দিয়ে শুধুমাত্র বাসা ভাড়া (২৩০০০) ও সন্তানদের লেখাপড়া চলে। এছাড়া ঐ পরিবোরের অন্য কোন আয় নেই। প্রশ্ন হলোঐভাবে তারা টাকা রাখতে পারবে কি না? যদি না পারে তাহলে তারা কিভাবে ব্যবস্থা নিতে পারে? উত্তর দিয়ে বাধিত করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা তাদের জন্য দুআ করি, আল্লাহ যেন তাদেরকে ভাল রাখেন। এভাবে টাকা রেখে যে টাকা পাওয়া যায় তা মূলত সুদ। সুতরাং এই টাকা নেয়া হালাল হবে না। ঐ লোকের আত্নীয়দের উচিত টাকাগুলো কোনভাবে ব্যবসার কাজে লাগিয়ে তাদের সহায়তা করা।