আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1580

নামায

প্রকাশকাল: 28 মে 2010

প্রশ্ন

যদি মুসলিম শরিফ ৭৪৭ নং হাদিস অনুযায়ী রুকুতে যাওয়ার আগে ও পরে আবার আল্লাহু আকবার বলে তাকবির বাধি,তবে তা নাকি আমদের তরিকা অনুযায়ী সঠিক হবেনা। এটা কি ঠিক? আসলেও কি তরিকা বলে কিছু আছে? আর উপরের নিয়ম অনুযায়ী নামায পড়া যাবে কিনা নাকি গুনাহ হবে?প্লিজ জানাবেন।

উত্তর

আপনার প্রশ্ন অস্পষ্ট। তবে আমার মনে হচ্ছে আপনি রুকুর আগে ও পরে রাফয়ে ইয়াদাইন তথা হাত তোলা সম্পর্কে জানতে চাচ্ছেন। এটা করলে কোন সমস্যা নেই।আরো জানতে 01734717299