আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1567

বিবিধ

প্রকাশকাল: 15 মে 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে একটি ঘটনা শুনি যে এক অবিবাহিতা নারীর গর্ভে অবৈধ ভাবে বাচ্চা চলে আসে। সে খুব ধামাচাপা দিয়ে বাচ্চাটি প্রসব করে এবং প্রসবের পরপরই বাচ্চাটি হত্যা করে। আমার প্রশ্ন এখানে বাচ্চাটির বাবা এবং মা উভয়ই পাপী। কিন্তু বাচ্চাটি তো নিষ্পাপ। এভাবে অবৈধভাবে চলে আসা বাচ্চা এর ক্ষেত্রে ইসলামের বিধান কি?বাচ্চাটি কোথায় থাকবে এবং সমাজে তার অবস্থান কি হবে। একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই বিষয়ে ফাতাওয়া জান্নাত দায়েমা এর মন্তব্য খুবই সুন্দর। তারা বলেছেন, أما ولد الزنا فيلحق نسبا بأمه ، وحكمه حكم سائر المسلمين إذا كانت أمه مسلمة ، ولا يؤاخذ ولا يعاب بجرم أمه ، ولا بجرم من زنا بها ، لقوله سبحانه : ( وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى ) انتهى . ব্যভিচারের কারণে সৃষ্ট বাচ্চার বংশ ধারা তার মায়ের থেকে সাব্যস্ত হবে। তার হুকুম অন্যান্য মুসলিমদের মতই যখন তার মা মুসলিম হবে। তার মায়ের গোনাহ এবং তার মা যার সাথে ব্যভিচার করেছে তার গোনাহের কারণে তাকে শাস্থি দেওয়া হবে না। কেননা আল্লাহ তায়ালা বলেছেন, কোন বহনকারী (পাপী) অন্যের বোঝা (পাপ) বহন করবে না। ২২/৩৪। বিস্তারিত জানতে দেখুন আল-ইসলাম সুয়াল ও জওয়াব, প্রশ্ন নং ৮৫০৪৩। (আরবী, ইন্টারনেট) সুতরাং তার সমস্থা দায়ভার তার মায়ের উপর।