আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1564

বিবিধ

প্রকাশকাল: 12 মে 2010

প্রশ্ন

আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ১। বাসায় নন-মাহরাম এর সামনে মাথায় বড় হিজাব পরে মুখ খুলে রেখে স্বাভাবিক কাজ কর্ম করা,কথা বলা যাবে কি? (যদি সবসময় বাসায় নন-মাহরাম থাকে এবং পর্দা সিস্টেম না থাকে) ২। অনিচ্ছাকৃত ভাবে খালি হাত (কাপড় চেঞ্জ করার সময়) লজ্জা স্থানে লাগলে ওযু ভাঙে কি? কেউ কেউ বলে নাভির নিচে হাত লাগলেই ওযু ভেঙে যায়, এটা কি সত্য? ৩। অস্সুন্নাহ ট্রাস্ট-এ জাকাত এর টাকা দেয়া যায় কিনা? দেওয়া গেলে বিকাশ নাম্বার দিলে উপকৃত হবো। জাজাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাসার বাইরে এবং ভিতরে সব জায়গাতেই পর্দার বিধান একই। সুতরাং যতটা সম্ভব মুখ ঢেকে রেখেই স্বাভাবিক কাজকর্ম করতে হবে। ২। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোন অবস্থাতেই ওযু ভাঙবে না। যা শুনেছেন তা ভুল। ৩। এই নাম্বারে পাঠাতে পারেন। এটা আমাদের সেক্রেটারী সাহেবের নাম্বার। টাকা পাঠানোর পূর্বে কথা বলে নিবেন। 01718136962