আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1563

বিবিধ

প্রকাশকাল: 11 মে 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১. শাইখ যদি রাতে তাহাজ্জুদ সালাতের নিয়ত করে ঘুমাই, আর অনিচ্ছাকৃত ভাবে, আমাদের দেশের সময় অনুযায়ী ফজরের সালাতের আগে ঘুম ভাঙ্গে, তখন কি করবো? বিতর পরে তারপর ফজরের সুন্নাত পড়বো কি? অনেক সময়, জামাতের সময় হয়ে যায়, তখন আর বিতর সালাত পড়া হয় না। এমন মুহূর্তে করণীয় কি?
২. সামনে রমজান আসছে। ইফতারের সময়সূচীতে, হানাফি ক্যালেন্ডারে কিছু সময় পরে, আর আহলে হাদিসদের ক্যালেন্ডারে কিছু সময় আগে দেউয়া থাকে (বুঝানোর জন্য নাম নেউয়া হল)। আবার হাদিসে, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে বলা হয়েছে। বিলম্ব করতে মানা করা হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকে বলেন, আপনি যদি নিশ্চিত হন, সূর্য ডুবে গেছে, তাহলে ইফতার করবেন। কিন্তু এখন আমরা সাধারন মানুষ, ক্যালেন্ডার দেখে অথবা আজান শুনে ইফতার করি। এখন কারা ইফতার বিলম্ব করে করছে বুঝতে পারছি না। ৩. পুরুষদের জন্য চুলে ও দাড়িতে কালো কলপ লাগানো কি নিষেধ? মহিলারা চুলে কালো কলপ দিতে পারবে কি?
যাজাকাল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে এই সময় শুধুমাত্র দুরাকআত ফজরের সু্ন্নাত আদায় করতে বলা হয়েছে। হাদীসটি লক্ষ্য করুন: عَنْ يَسَارٍ مَوْلَى ابْنِ عُمَرَ قَالَ رَآنِى ابْنُ عُمَرَ وَأَنَا أُصَلِّى بَعْدَ طُلُوعِ الْفَجْرِ فَقَالَ يَا يَسَارُ إِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- خَرَجَ عَلَيْنَا وَنَحْنُ نُصَلِّى هَذِهِ الصَّلاَةَ فَقَالَ لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ لاَ تُصَلُّوا بَعْدَ الْفَجْرِ إِلاَّ سَجْدَتَيْنِ . ইয়াসার বলেন, আমি একবার ফজর (সুবহে সাদিক) উদিত হওয়ার পর সালাত আদায় করছিলাম তখন ইবনে উমার রা. বলেন, ওহে ইয়াসার, একদা আমরা এই সময় সালাত আদায় করছিলাম তখন রাসূলুল্লাহ সা. আমাদের কাছে আসলেন এবং বললেন, উপস্থিতরা অনুপস্থিতদের নিকট পৌছে দিবে যে, তোমরা ফজর (সুবহে সাদিক) উদিত হওয়ার পর দুই রাকআত ছাড়া কোন সালাত আদায় করবে না। সুনানু আবু দাউদ, হাদীস নং ১২৮০, মুসনাদু আহমাদ, হাদীস নং ৫৮১১। শায়খ শুয়াইব আরনাউত রহ. এবং শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। সুতরাং বিতর সালাত দিনের বেলায় কাজা আদায় করবেন। ২। আপনি আপনার এলকাই যে সূচীটি সর্বাধিক প্রচলিত সেই অনুযায়ী ইফতার করবেন। যে সূচিই মানেন রোজা হয়ে যাবে। ৩। পুরুষ ও মহিলার সবার জন্যই কালো কালি ব্যবহার নিষেধ। তবে রোগের কারণে অল্প বয়সে চুল পাকলে অনেকেই বলেন জায়েজ আছে।