আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১. শাইখ যদি রাতে তাহাজ্জুদ সালাতের নিয়ত করে ঘুমাই, আর অনিচ্ছাকৃত ভাবে, আমাদের দেশের সময় অনুযায়ী ফজরের সালাতের আগে ঘুম ভাঙ্গে, তখন কি করবো? বিতর পরে তারপর ফজরের সুন্নাত পড়বো কি? অনেক সময়, জামাতের সময় হয়ে যায়, তখন আর বিতর সালাত পড়া হয় না। এমন মুহূর্তে করণীয় কি?
২. সামনে রমজান আসছে। ইফতারের সময়সূচীতে, হানাফি ক্যালেন্ডারে কিছু সময় পরে, আর আহলে হাদিসদের ক্যালেন্ডারে কিছু সময় আগে দেউয়া থাকে (বুঝানোর জন্য নাম নেউয়া হল)। আবার হাদিসে, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে বলা হয়েছে। বিলম্ব করতে মানা করা হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকে বলেন, আপনি যদি নিশ্চিত হন, সূর্য ডুবে গেছে, তাহলে ইফতার করবেন। কিন্তু এখন আমরা সাধারন মানুষ, ক্যালেন্ডার দেখে অথবা আজান শুনে ইফতার করি। এখন কারা ইফতার বিলম্ব করে করছে বুঝতে পারছি না। ৩. পুরুষদের জন্য চুলে ও দাড়িতে কালো কলপ লাগানো কি নিষেধ? মহিলারা চুলে কালো কলপ দিতে পারবে কি?
যাজাকাল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।