আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1559

বিবিধ

প্রকাশকাল: 7 মে 2010

প্রশ্ন

আমার একটি মোবাইল আছে যে টা বিক্রি করে আমি স্যারের বই গুলা কিনতে চাই এটা কি বৈধ হবে। একটু জানাবেন ।কারণ যার কাছেই বিক্রি করি কিনা সে যদি খারাপ কাজে মোবাইলটি ব্যবহার করে এতে কি আমার আমোল নামায় পাপ উঠবে কি নানা।

উত্তর

জ্বী, আপনি মোবাইলটা বিক্রি করতে পারেন। কোন সমস্যা নেই।