আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1555

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 মে 2010

প্রশ্ন

I heard that is some one baby is death theyre father and mother will be jannath?

উত্তর

হ্যাঁ, ছোট বাচ্চা মারা গেলে পিতা-মাতা তাদের কারণে জান্নাতে যাবে। হাদীসে আছে, রাসুলুল্লাহ সা. বলেছেন, صِغَارُهُمْ دَعَامِيصُ الْجَنَّةِ يَتَلَقَّى أَحَدُهُمْ أَبَاهُ – أَوْ قَالَ أَبَوَيْهِ – فَيَأْخُذُ بِثَوْبِهِ – أَوْ قَالَ بِيَدِهِ – كَمَا آخُذُ أَنَا بِصَنِفَةِ ثَوْبِكَ هَذَا فَلاَ يَتَنَاهَى – أَوْ قَالَ فَلاَ يَنْتَهِى – حَتَّى يُدْخِلَهُ اللَّهُ وَأَبَاهُ الْجَنَّةَ মুসলিমদের ছোট সন্তানেরা জান্নাতের পাখি হবে, সে তার পিতার সাথে সাক্ষাত করবে এবং তার পিতার কাপড় বা হাত ধরে টানতে থাকবে এভাবে আল্লাহ তাকে এবং তার পিতাকে জান্নাতে প্রবেশ করাবেন। সহীহ মুসলিম হাদীস নং ৬৮৭০।এই বিষয়ে আরো বহু হাদীস বর্ণিত আছে।