আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1554

বিবিধ

প্রকাশকাল: 2 মে 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম আমি ফজরের নামাজের পর মাঠে খেলতে যাই। মাঠে কিছু ভাইয়েরা খেলা ক্রিকেট খেলে। তো সেই খেলায় কিছু ভাই টাকা বা লিটার লাগায় মানে বাজি ধরে সবাই যে লাগায় তা নয় যার যার ইচ্ছা ধরে। তাদের সাথে আমার খেলা ঠিক হবে কি? যদিও আমি শরির চর্চা বা আনন্দের জন্য খেলতে যাাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি শরীর চর্চার উদ্দেশ্যে বাজি না ধরে খেলতে পারেন তবে না খেলাই ভাল মনে হচ্ছে। আপনি অন্য কোথাও খেলুন যেখানে এই সমস্যা নেই।