আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1551

ঈমান

প্রকাশকাল: 29 এপ্রিল 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ঈমান ঠিক রাখার উপাায় কি? শয়তানের হাত থেকে বাচার উপায় কি?মৃত্যুর আগ পর্যন্ত জাতে আল্লাহর পথে চলতে পারি তার প্রাত্থিক কিছু আমল বললে খুসি হাতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঈমান ঠিক রাখতে হবে আমলের মাধ্যমে। ফরজ ইবাদাতগুলো সঠিক সময়ে সঠিক নিয়মে আদায় করতে হবে। নফল ইবদাত ও দান-সদকা বেশী বেশী করতে হবে। সকাল-সন্ধ্যার ও অন্যন্য সময়ের জিকির-দুআগুলো যতটা সম্ভব বেশী আদায় করতে হবে। মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দিতে হবে। বিভন্ন জিকির, দুআ ও আমল জানতে পড়ুন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়াত বইটি।