আসসালামুলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ, আমার মা বয়স্ক মানুষ । তার মধ্যে এখনো কিছু অন্ধ বিশ্বাস কাজ করে। তাকে ভাল ভাবে কোরয়ান হাদিসের আলোকে বুঝাতে চাইলে সে ভুল বুঝে কষ্ট পায় বা রাগ করে। বাবা মা কে কষ্ট দেয়া অন্যায় ইসলামে তাই আমার খুব ভয় লাগে। আমি চেষ্টা করি সুন্দর উপায়ে বুঝানো । এর পরেও যদি সে ভুলবুঝে রাগ করে বা কষ্ট পায় তাতে কি আমার পাপ হবে?