আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1547

বিবিধ

প্রকাশকাল: 25 এপ্রিল 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম! আমাদের মসজিদে প্রতিবার ফরয নামাজের পর ইমাম সাহেব সম্মিলিতভাবে মোনাজাত করেন। শুনেছি এইভাবে মোনাজাত আল্লাহর রাসূল কখনও করেননি। দয়া করে কুরআন বা হাদীসের আলোকে জানাবেন!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, এভাবে সম্মিলিত মোনাজাত রাসূলুল্লাহ সা. করেন নি। হাদীসে কোন সাহাবী এভাবে মোনাজাত করেছে বলেও জানা যায় না। এভাবে মোনাজাত না করায় উচিত। তবে যেখানে এভাবে মোনাজাত হয় সেখানে দাঙ্গা-হাঙ্গাম সৃষ্টি করে মোনাজাত তুলে দেয়ার সুযোগ নেই। দলীলসহ বিস্তারিত জানতে আমাদের দেয়া 0019 নং প্রশ্নের উত্তর দেখুন।