আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1541

প্রকাশকাল: 19 এপ্রিল 2010

প্রশ্ন

যখন কোনো কিছুই ভালো লাগে না, তখন একজন মুসলমানের কি করা উচিত?
-কোরআন শুনা, ইসলামিক লেকচার, etc. এসব করা হয়। এসব ছাড়া আর কি করা যেতে পারে? যখন মনটা একদমই মানতে চায় না?

উত্তর

উপরের কাজগুলো ছাড়াও কোরআন পড়া যেতে পারে, ভালো বন্ধুদের সাথে কোথাও বেড়িয়ে আসতে পারেন। নামায আদায়, যিকির করতে পারেন।