ওয়া আলাইকুমুস সালাম। কোন ব্যক্তি যদি মাটিতে বসে ইশারায় রুকু সাজদা দিয়ে সালাত আদায় করতে পারে তাহলে সে মাটিতে বসেই ইশারাতে রুকু সাজদা দিয়ে সালাত আদায় করবে। আর যদি দাঁড়াতে পারে কিন্তু রুকু সাজদা দিতে পারে না সে ব্যক্তি প্রসিদ্ধ ও গ্রহনযোগ্য মতানুযায়ী দাঁড়িয়ে ইশারাতে রুকু সাজদা দিয়ে সালাত আদায় করবে। দাঁড়িয়ে কিংবা মাটিতে বসে ইশারায় রুকু সাজদা দিয়ে যে ব্যক্তি সালাত আদায় করতে পারবে না সে ব্যক্তিই শুধু চেয়ারে বসে সালাত আদায় করতে পারে। অবশ্য কোন কোন আলেম বলেছেন, দাঁড়াতে অক্ষম হলে এবং বসে রুকু সাজদা দিয়ে সালাত আদায় করতে অক্ষম হলে চেয়ারে বসেও সালাত আদায় শুদ্ধ হবে, উত্তম হলো মাটিতে বসে ইশারা করে সালাত আদায় করা। এই বিষয়ে বিস্তারিত জানতে দেখুন, শায়খ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ লিখিত এই প্রবন্ধটি
চেয়ারে বসে নামায : একটি প্রশ্ন ও তার উত্তর (দারুল উলূম করাচী-এর নতুন ফতওয়ার আলোকে)। মাসিক আলকাউসার, এপ্রিল ২০১৩
https://islamqa.info/ar/answers/36738/%D8%AD%D8%A7%D9%85%D9%84-%D9%88%D9%84%D8%A7-%D8%AA%D8%B3%D8%AA%D8%B7%D9%8A%D8%B9-%D8%A7%D9%84%D8%B1%D9%83%D9%88%D8%B9-%D9%88%D9%84%D8%A7-%D8%A7%D9%84%D8%B3%D8%AC%D9%88%D8%AF