আসসালামু আলাইকুম শায়েখ। ১প্রশ্ন, আমি একটি মানত করেছি যে, আমার বাবা সুস্থ হলে কিছু দান ও রোজা রাখব কিন্তুু আমার বাবা এখনে অসুস্থ এবং আমি এখন জানতে পারলাম মানত করা ভালো না, আর মানতটা কি মনে মনে করছি নাকি মুখে করছি তাও ঠিক মনে নাই। এখন আমি কি মানত ভাঙতে পারব? কারন আমার মানত পূরন হইনি আর মানতটা কি মুখে করেছি নাকি মনে মনে তাও মনে নাই। ২ প্রশ্ন, মোবাইলের কম্পাস কি কেবলা নির্ধারণে সঠিক হবে? সেটা যে দিকে কিবলা দেখায় সেই দিকে কি কিবলা? আর তা যদি সঠিক হয় তাহলে কিবলা মুখি হয়ে দাড়াঁতে গিয়ে যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে নামাজ হবে নাকি পুরা একোরেট ভাবে দাড়াঁতে হবে? দয়া করে উত্তর দিবেন। ঝাজাকাল্লাহ