আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1528

মানত

প্রকাশকাল: 6 এপ্রিল 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ। ১প্রশ্ন, আমি একটি মানত করেছি যে, আমার বাবা সুস্থ হলে কিছু দান ও রোজা রাখব কিন্তুু আমার বাবা এখনে অসুস্থ এবং আমি এখন জানতে পারলাম মানত করা ভালো না, আর মানতটা কি মনে মনে করছি নাকি মুখে করছি তাও ঠিক মনে নাই। এখন আমি কি মানত ভাঙতে পারব? কারন আমার মানত পূরন হইনি আর মানতটা কি মুখে করেছি নাকি মনে মনে তাও মনে নাই। ২ প্রশ্ন, মোবাইলের কম্পাস কি কেবলা নির্ধারণে সঠিক হবে? সেটা যে দিকে কিবলা দেখায় সেই দিকে কি কিবলা? আর তা যদি সঠিক হয় তাহলে কিবলা মুখি হয়ে দাড়াঁতে গিয়ে যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে নামাজ হবে নাকি পুরা একোরেট ভাবে দাড়াঁতে হবে? দয়া করে উত্তর দিবেন। ঝাজাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সঠিক বিষয়টি বুঝান জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মানত পূরণ করার দরকার নেই। আপনার পিতার সুস্থতার জন্য আল্লাহর কাছে দুআ করুন এবং দান-সাদকা করুন। ২। মোবাইলের কম্পাস অনেক সময় ভূল হয়। তাই যেখানে থাকেবেন সেখানকার মসজিদকে অথবা স্থানীয় মানুষকে ফলো করে কিবলা নির্ধারণ করবেন। যদি সম্ভব না হয়ে তখন মোবাইলের কম্পাসের সহযোগিতা নিতে পারেন। যে দিকে ক্বিবলা দেখায় সেদিকেই দাঁড়াবেন, হালকা এদিক সেদিক হলে সমস্যা হবে না ইনশাআল্লাহ।