আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1525

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 এপ্রিল 2010

প্রশ্ন

১. আমি নামাযে যাবার পূর্বে দেখেছি কিছু বের হয় নি। নামায থেকে এসে দেখি ছোট একটি দাগ। আমি টেরও পাই নি কখন বের হয়েছে। এমনকি নামায শেষে আমার লিংগের আগাও শুকনো পেয়েছি। আমি কোন উত্তেজনা ও অনুভব করি নাই কারন জামাতে যাবার তাড়ায় ছিলাম। শুধু মোটরসাইকেলে যাবার সময় সামনে একজন নারী পড়েছিলেন। এমতাবস্থায় নামায হবে কি?
২. মযী বের হলে কি ফরজ গোসলের পূর্বে যেমন প্রস্রাব করে লিংগের ভেতরের নাপাকি বের করে নেই, তেমনিভাবে প্রস্রাব করতে হবে? নাকি যেখানে লেগেছে তা ধৌত করলেই হবে?
৩. মযী/মযী লাগা কাপড় ট্যাপের প্রবাহমানপানি দ্বারা ধৌত করার সময় যে পানি নিচে পতিত হয়ে গায়ে এবং আশেপাশে ছিটা আসে এবং গড়িয়ে যাবার সময় পায়ে লাগে, তা কি নাপাক হবে?
৪. মযী কি উত্তেজনা ছাড়া বের হতে পারে এবং বের হলে কি আমি অবশ্যই টের পাবো নাকি নাও পেতে পারি? না টের পেলে কি প্রতি নামাজের আগে চেক করবো? ৫. যুবকদের মযী কি প্রায়ই বের হতে পারে? তাহলে বাইরে/ সফরে থাকাকালীন সময়ে কিভাবে নামাযের জন্য পবিত্রতা অর্জন করবো?

উত্তর

১। মযী নাপাক। তবে ছোট দাগের মত নাপাকী কাপড়ে বা শরীরে থাকলেও নামায সহীহ হবে। নাপাকী একটি পয়সার পরিমাণের চেয়ে বেশী হলে তখন নামায হবে না। এর চেয়ে কম হলে নামায সহীহ হবে। তবে আগে থেকে দেখলে পবিত্র করে নেওয়া উত্তম। ২। লিঙ্গের ভিতের জমে থাকা মযি বাইরে চলে আসার একটা সম্ভাবনা থাকে,তাই প্রস্রাব করে ভালো করে পবিত্র হয়ে নিবেন। ৩। জ্বী, নাপাক মিশ্রিত পানিও নাপাক হয়ে যায়, তাই এই পানি যেন শরীরে বা কাপড়ে না লাগে সেদিকে খেয়াল করবেন। তবে নাপাক কাপড় বা শরীর থেকে দূর হয়ে যাওয়ার পর শরীরে বা কাপড়ে থাকা পানি আর নাপাক থাকে না। সেই পানি শরীরে বা কাপড়ে লাগলে কোন সমস্যা নেই। ৪। মযী উত্তেজনার সাথে বের হয় আবার কখনো কখনো দূর্বল পুরুষদের উত্তেজনা ছাড়াও বের হতে পারে। যদি স্বাভাবিকের চেয়ে বেশী মযী বের হওয়ার প্রবণতা থাকে তাহলে প্রতি নামাযের আগে চেক করতে হবে। তবে সুস্থ মানুষের অনিয়ন্ত্রিত ভাবে মযী বের হয় না, তাদের কোন সময় চেক করার প্রয়োজন নেই। ৫। অসুস্থ মানুষের কেবল মযী যখন তখন বের হয়, সুস্থ মানুষের এমন হয় না। যদি এটা বেশী বের হওয়ার প্রবণতা থাকে তাহলে নামাযের জন্য বিকল্প কাপড় সঙ্গে রাখতে হবে, এ জন্য ছোট একটি ব্যাগ ব্যবহার করা যেতে পারে। মযী সাধারণত উত্তেজনার কারণে বের হয়, তাই উত্তেজনা আসে এই ধরণের পরিবেশ বর্জন করতে হবে।