আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1518

নামায

প্রকাশকাল: 27 মার্চ 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একটি প্রতিষ্ঠানে কর্মরত। বাসা থেকে আমার কর্মস্থল ২৭ কিলোমিটার বা ততোধিক দূরত্বে অবস্থিত। আমার ডিউটি টাইম মর্ণিং+ইভিনিং+নাইট শিফট মিলে একটানা ২৪ ঘন্টা । সহজ ভাবে বুঝিয়ে বলতে গেলে, ভোর বেলা কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে ২৭ বা ততোধিক কিলোমিটার সফর করে কর্মস্থলে পৌঁছে, সকাল ৯ টা থেকে ডিউটি শুরু করে পরদিন অন্তত সকাল ৯ টা পর্যন্ত (কখনো আরো বেশী সময় পর্যন্ত) নিরবিচ্ছিন্ন ডিউটি করে পূনরায় ২৭ বা ততোধিক কিলোমিটার সফর করে বাসায় ফেরা, এভাবে কোনো সপ্তাহে দু দিন, কোনো সপ্তাহে একদিন আমাকে ডিউটি করতে হয়। অর্থাৎ আসা এবং যাওয়া মিলে ৫৪ বা ততোধিক কিলোমিটার যাতায়াত করে আমি আমার ডিউটি সম্পন্নকরি। এক্ষেত্রে আমি ডিউটিতে থাকা অবস্থায় সাধারন নিয়মে পূর্ন রাকাত সালাত আদায় করে আসছিলাম। কিন্তু কেউ বলছেন এক্ষেত্রে কসর পড়তে হবে, আবার কেউ বলছেন পূর্ন রাকাত পড়তে হবে। কোরআন এবং সুন্নাহ এর আলোকে এ ব্যাপারে মাসালা কি, জানালে উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ৭৮ কিলোমিটারের বেশী দূরে গেলে তখন কসর করতে হয়ে। যাওয়া -আসা মিলে নয়, শুধু যেতেই হবে ৭৮ কিলো। সুতরাং আপনি পূর্ণ নামায আদায় করবেন, কসর করবেন না।