আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1511

নামায

প্রকাশকাল: 20 মার্চ 2010

প্রশ্ন

মেয়েদের নামাজে কেরআত সম্পকে জানতে চায়? আমি আমার বাসায় একাই থাকি । তাই আমি নামাজ এ জরে জরে সুরা বলি এতে মনোযোগ থাকে নামাজে । উচ্চস্বরে বলেলে কি আমার নামাজ হবে

উত্তর

এই প্রশ্নের উত্তরে শায়খ আব্দুল্লাহ বিন বায বলেছেন, এক্ষেত্রে নারী-পুরুষের হুকুম একই। নারীর নামাযে শব্দ করে কুরআন পড়তে পারবেন। তবে নন মাহরাম পুরুষ থাকলে নীচু স্বরে পড়বে, ফিৎনার আশঙ্কা থাকার কারণে আওয়াজ করে পড়বে না। https://binbaz.org.sa/fatwas/17622/%D8%AD%D9%83%D9%85-%D8%AC%D9%87%D8%B1-%D8%A7%D9%84%D9%85%D8%B1%D8%A7%D8%A9-%D8%A8%D8%A7%D9%84%D9%82%D8%B1%D8%A7%D8%A1%D8%A9-%D9%81%D9%8A-%D8%A7%D9%84%D8%B5%D9%84%D8%A7%D8%A9-%D8%A7%D9%84%D8%AC%D9%87%D8%B1%D9%8A%D8%A9