আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1509

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 মার্চ 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একজন জেনারেল লাইনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার্থী। পড়ালেখার অনেক চাপ থাকায় রাত জেগে পড়তে হয়। কিন্তু সুন্নাহ হলো ইশার পর পর ঘুমানো। এক্ষেত্রে আমি ইসলামী জীবনব্যাবস্থা ও সুন্নাহ ঠিক রেখে কিভাবে পড়ালখা চালিয়ে যেতে পারি, দয়া করে উত্তর এর দিবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হযরত আবু বারযা রা. হতে বর্ণিত তিনি বলেন- أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْل العِشَاءِ وَالحَدِيثَ بَعْدَهَا. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পূর্বে নিদ্রা যাওয়া এবং ইশার পর আলাপচারিতায় লিপ্ত হওয়া অপছন্দ করতেন। -সহীহ বুখারী, হাদীস ৫৪১। তবে প্রয়োজনে এশার পর কথাবার্তা বলার বা পড়াশোন করার অনুমতি আছে। عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ذَاتَ لَيْلَةٍ صَلاَةَ الْعِشَاءِ فِى آخِرِ حَيَاتِهِ فَلَمَّا سَلَّمَ قَامَ فَقَالَ « أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ فَإِنَّ عَلَى رَأْسِ مِائَةِ سَنَةٍ مِنْهَا لاَ يَبْقَى مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ আবদুল্লাহ্