আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1506

নামায

প্রকাশকাল: 15 মার্চ 2010

প্রশ্ন

চার রাকাত ফরজ নামাজের একরাকাত হয়ে গেলে,আমি নামাজে যোগ দেই। ইমাম সাহেব যখন চতুর্থ রাকাতে তাশাহুদ,দুরুদ এবং দোয়া মাছুরা পড়ে তখন আমি ও কি তাসাহুদ, দুরুদ ও দোয়া মাছুরা পড়বো। জানালে অনেক উপকৃত হবো।

উত্তর

(1যদি আপনার কোন রাকআত ছুটে যায় অর্থাৎ ইমাম সাহেবের সাথে সব রাকআত না পান সে অবস্থায় ইমামের শেষ বৈঠকে আপনি শুধু তাশাহুদু পড়তে পারেন, সেক্ষেত্রে ধীরে ধীরে একটু লম্বা করে পড়ে ইমাম সাহবের সালাম ফিরানোর আগে শেষ করবেন। অথবা স্বাভাবিক নিয়মে তাশাহুদু, দরুদ, দুআ মাসূরা সব কিছু পড়বেন।