আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1503

বিবিধ

প্রকাশকাল: 12 মার্চ 2010

প্রশ্ন

আস-সালামু-আলাইকুম, ছোটবেলাতে এরকম শুনেছি যে,কোনো ভালো কাজের আগে “বিসমিল্লাহ” বললে পুরো কাজের সময় ধরে সওয়াব হয়। আসলেই কি তাই? সওয়াব পাওয়ার শর্ত ও আমরা কিভাবে দিনের প্রতিটা ভালো কাজের ভিতর সওয়াব পেতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মুসলিম শুধু ভালো কাজই করবে, কোন মন্দকাজ করবে না। মন্দকাজ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করবে ক্ষমা চাইবে। কাজের শুরুতে বিসমিল্লাহ বলা বা আল্লাহর নাম নেয়া সুন্নাত। বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে সুন্নাতের সওয়াব পাবে। মুসলিম ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করলে ভালো কাজরে সওয়াব পাবে। বিসমিল্লাহ পড়লে পুরো সময় ধরে সওয়াব হয় বিষয়টি এরকম না। আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা নিয়ে আমরা সকল ভালো কাজ করবো, এতে আমাদের সওয়াব হবে।