আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1501

যাকাত

প্রকাশকাল: 10 মার্চ 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, যে সকল পণ্যের বিক্রয় মূল্য অনির্ধারিত এবং অনিশ্চিত যেমন কাপড়ের দোকানে একটি শার্টের দাম কখনো 300 টাকা কখনো সেই শার্টটি 500 টাকায় বিক্রি হয়। আবার এই শার্টগুলো বাজারে একসাথে সব বিক্রি করতে গেলে 100 টাকা করে পাওয়া যাবে; উপরন্তু শার্ট এর ক্রয় মূল্য ছিল দেড়শ টাকা! এখন যাকাতের হিসেবে কোন টাকার অংকটি বিবেচনায় আনব!
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কাপড় ব্যবসায়ীরা কাপড়ের ক্রয়মূল্য ধরে যাকাত দিবেন। মনে করুন, দোকানে যে পরিমাণ কাপড় আছে তার ক্রয় মূল্য ১ লক্ষ টাকা তাহলে সে ২৫০০ টাকা যাকাত দিবে।